আমদানি-রপ্তানীকৃষিপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

বেড়েছে এলাচির দাম

ঢাকা অর্থনীতি ডেস্ক: বাজারে এলাচির দাম হঠাৎ বেড়ে গেছে। মাসের ব্যবধানে ধরনভেদে প্রতি কেজি এলাচির দাম ৪০০ থেকে ৮০০ টাকা বৃদ্ধি পেয়েছে। এলাচি ছাড়াও কাজু ও কাঠবাদাম এবং কালিজিরার দাম বেড়েছে। তবে অন্যান্য মসলাপণ্য আগের দামে স্থিতিশীল রয়েছে।

ব্যবসায়ীরা জানান, এলাচি দেশে উৎপাদিত হয় না; প্রধানত গুয়াতেমালা ও ভারত থেকে আমদানি হয়। তবে চলতি বছর দেশ দুটিতে এলাচির উৎপাদন কমায় বর্তমানে বিশ্ববাজারে পণ্যটির দাম বাড়তি। এর প্রভাবে দেশেও এটির দাম বেড়েছে।

পাইকারি ও খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, এক মাস আগে মানভেদে প্রতি কেজি ছোট এলাচির দাম ছিল ৩ হাজার ২০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। বর্তমানে সেই দাম বেড়ে হয়েছে ৪ হাজার থেকে ৪ হাজার ৬০০ টাকা; অর্থাৎ খুচরায় প্রতি কেজি ছোট এলাচির দাম ৮০০ টাকা বেড়েছে। আর পাইকারিতে কেজিপ্রতি দাম বেড়েছে ৫০০ থেকে ৬০০ টাকা।

বড় এলাচির (কালো) দাম কেজিতে ৪০০ টাকা বেড়ে ৩ হাজার টাকায় উঠেছে, যা এক মাস আগে ২ হাজার ৬০০ টাকা ছিল।

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) বাজারদরের তালিকায় অবশ্য এলাচির মূল্যবৃদ্ধির চিত্র সেভাবে দেখা যায় না। সংস্থাটির হিসাবে, গত এক মাসে ছোট এলাচির দাম সর্বোচ্চ ১৫০ টাকা বেড়েছে। আর এক বছরের ব্যবধানে এলাচির দাম প্রায় ৮৬ শতাংশ বেড়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close