সাভার প্রতিনিধি:
গত ১২ই জানুয়ারি,২০২৬ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনৈক Leo Rasel Sarkar নামের আইডি নজরে আনেন লোপা আক্তার নামের এক তরুণী। উক্ত তরুণী সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর উল্লেখিত ফেসবুক আইডি ব্যবহার করে বিএনপির সদ্য প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মানহানিকর বিভিন্ন পোস্টের সচল লিংক আইডির উল্লেখ সহ অভিযোগ পত্র দাখিল করেন। অভিযোগে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপোসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র পরলোকগমন এর সংবাদ প্রচারে একটি ম্যাসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশট ব্যবহারে করা হয়েছে, যা ইঙ্গিতপূর্ণ ও সত্যকে প্রশ্নবিদ্ধ করার হীন চেষ্টা। বছরান্তের আরেকটি পোস্টে কার্টুনে ব্যবহৃত বক্তব্য মর্যাদাহীন ভাবে উপস্থাপন করা হয়েছে। সেই সাথে অপর এক পোস্টে বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা: জুবাইদা রহমানের আগমনে দৈনিক কালের কন্ঠে প্রকাশিত বিভিন্ন স্মারক ছবির সমালোচনা করা হয়েছে। যেটি তার ফ্যাসিবাদের দোসর চরিত্রের প্রকাশ পেয়েছে। পোস্টে সংবাদপত্রের নিবন্ধিত নাম ‘কালের কন্ঠ’ কে বিদ্রুপ করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে পোস্টকারীর মানসিকতা গন আন্দোলনে অর্জিত স্বাধীনতা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ। জাতীয়তাবাদী পরিবারের সকল সদস্য ও গনতন্ত্রকামী সকল জনগণের নিকট এহেন কর্মকাণ্ড ব্যাপক ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে পারে। অভিযোগের তদন্তে নিযুক্ত সাভার থানার উপ পরিদর্শক মি. আলী জানান, অভিযোগ আমলে নিয়ে আমি কাজ শুরু করেছি। উর্ধতন কতৃপক্ষের পরামর্শে বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে।







কমেন্ট করুন