দেশজুড়েপ্রধান শিরোনাম

বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

ঢাকা অর্থনীতি ডেস্ক: রাজধানীর বেইলি রোডে ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এসময় রাত ৯ টা ৫৬ মিনিট নাগাদ সংস্থাটির ৬টি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুনের ভয়াবহতায় ধাপে ধাপে ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজে যোগ দেয়।

রাত পৌনে ১২টা পর্যন্ত এ ঘটনায় ৫০ জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ১৫ জন নারী রয়েছেন। অপরদিকে, আহত অবস্থায় ১০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।

জানা যায়, আগুন লাগা বহুতল ভবনটির দ্বিতীয় তলায় কাচ্চি ভাই রেস্তোরা। উপরের তলাগুলো আবাসিক। বহুতল ওই ভবনের উপরে তলায় অনেকে আটকা পড়তে পারে ধারনা করা হচ্ছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close