প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য
বেঁধে দেয়া হয়েছে ডলারের দাম
ঢাকা অর্থনীিতি ডেস্ক: ডলারের বিপরীতে টাকার দাম অভিন্ন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে করে একেক ব্যাংক একেক দামে ডলার সংগ্রহ করতে পারবে না।
রোববারের (২৯ মে) মধ্যে ডলারের একক দর নির্ধারণ করবে ব্যাংক নির্বাহীদের দুই সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন(বাফেদা)।
এ বিষয়ে বৃহস্পতিবার (২৬ মে) এবিবি ও বাফেদার সঙ্গে আলোচনায় বসেছে বাংলাদেশ ব্যাংক। আলোচনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির, এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন ও বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের এমডি আতাউর রহমান প্রধানসহ দুই কমিটির সংশ্লিষ্ট সদস্যরা।
সভা শেষে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিয়মিত ভিত্তিতে যে ডলার বিক্রি হচ্ছে, তা অব্যাহত থাকবে। রপ্তানিকারকদের নিজ ব্যাংকে ডলার নগদায়ন করতে হবে। বাফেদা ও এবিবি ডলারের এক মূল্য নির্ধারণ করে দেবে, যা মেনে চলবে সব ব্যাংক। এ দামেই প্রবাসী আয় আনতে হবে।
আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য বেড়ে যাওয়ায় অস্থির হয়ে ওঠে ডলারের বাজার। দফায় দফায় টাকার অবমূল্যায়ন করেও বাজার স্থিতিশীল হয়নি। বাংলাদেশ ব্যাংক দর নির্ধারণ করে দিলেও মানতে পারেনি ব্যাংকগুলো। এ পরিপ্রেক্ষিতেই এমন সিদ্ধন্ত নেয়া হয়েছে বলে জানা যায়।