দেশজুড়েপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
বৃহত্তম শহর কান্দাহারসহ তালেবান নিয়ন্ত্রণে ১২ প্রদেশ
ঢাকা অর্থনীতি ডেস্ক: আফগানিস্তানের হেরাত দখলের পর এবার দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখলে নেয়ার দাবি করেছে তালেবান যোদ্ধারা। শুক্রবার (১৩ আগস্ট) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
শুক্রবার কান্দাহারের গভর্নর অফিস এবং অন্যান্য ভবন নিয়ন্ত্রণে নেয় তালেবান। গতরাতে তৃতীয় বৃহত্তম শহর হেরাতের দখলে নিয়ে কারাগার ভেঙে মুক্তি দেয়া হয় বন্দিদের।
তালেবানের মুখপাত্র জানিয়েছেন, কান্দাহার পুরোপুরি দখলে নেওয়া হয়েছে। তবে এই দাবির ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি বিবিসি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঘানির এখন অসহায় এক শাসক। বেশিরভাগ শহরেই রক্তপাতহীন বিজয় পেয়েছে তালেবান। ঘানি জানেন যুক্তরাষ্ট্র তাকে রক্ষায় আর এগিয়ে আসবে না। অন্যদিকে পাকিস্তান, ইরান ও রাশিয়ার সমর্থন আছে তালেবানে।
এদিকে দূতাবাস কর্মী এবং দেশটিতে থাকা নিজ দেশের নাগরিকদের ফেরাতে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ৩ হাজার এবং যুক্তরাজ্য ৬০০ সেনা পাঠাচ্ছে আফগানিস্তানে।
আর আফগানিস্তানে শান্তি ফেরাতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক রশীদ খান।
/আর এইচ এস