প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য
বৃষ্টি মধ্যও জাবিতে ভিসির পদত্যাগের দাবীতে কর্মসূচী পালন
জাবি প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা আজও ৭ম দিনের মতো কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেছে।
সোমবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই কালো পতাকা প্রদর্শন কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা।
কালো পতাকা কর্মসূচি থেকে আন্দোলনকারীরা দাবি করেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি অ ধ্যাপক ফারজানা ইসলাম ও তার পরিবার দূর্নীতিতে জড়িত। এজন্য তারা ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে তাকে পরীক্ষার কেন্দ্রগুলোতে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। অবাঞ্ছিতি উপাচাযকে এই কালো প্রতাকা প্রদর্শন করে প্রতিবাদ জানানো হচ্ছে। কালো পতাকা প্রদর্শন শেষে আন্দোলনকারীরা বলেন, আগামী ১ অক্টোবরের মধ্যে যদি উপাচারয অধ্যাপক ফারজানা ইসলাম যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে তাহলে তারা কঠোর আন্দোলনে যাবেন।
এদিকে, কালো পতাকা প্রদর্শন কর্মসূচির পাশাপাশি প্রতিবাদি গান. সংবাদের খন্ডচিত্র প্রদর্শনি করে আন্দোনকারীরা