দেশজুড়েপ্রধান শিরোনাম

বৃষ্টি নিয়ে আজও রয়েছে দুঃসংবাদ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় সৃষ্ট গভীর নিম্নচাপ কেটে গেছে। তবে এর প্রভাবে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানায়, রোববার দেশের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আজকের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বিদায় নেবে।

আবহাওয়াবিদ আবদুল হামিদ বলেন, লঘু ও নিম্নচাপের কারণে দেশজুড়ে টানা বৃষ্টি ঝরছিল। বৃষ্টি আস্তে আস্তে কমছে। রোববারও কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, এখনো দেশের কোথাও কোথাও সক্রিয় রয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে কোথাও কোথাও বৃষ্টি হবে। ধীরে ধীরে তা বিদায় নেবে।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, রংপুর ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চাঁদপুরে ১৬৭ মিলিমিটার। এ সময় রাজধানী ঢাকায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তবে নিম্নচাপ কেটে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির মাত্রা কমে এসেছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close