দেশজুড়েপ্রধান শিরোনাম
বৃষ্টি ছাড়াই জোয়ারের পানিতে ডুবছে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বৃষ্টি ছাড়াই এক সপ্তাহ ধরে দিনে দুবার করে জোয়ারের পানিতে ডুবছে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এতে রোগীদের ভোগান্তির পাশাপাশি ব্যহত হচ্ছে সেবা কার্যক্রম। এছাড়া তলিয়ে গেছে নগরীর অনেক এলাকাও।
বন্যা কিংবা ভারি বৃষ্টি নয়। জোয়ারের পানিতেই প্রতিদিন পালা করে দুবেলা ডুবছে চট্টগ্রামের আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল। এতে সেবা নিতে এসে উল্টো ভোগান্তিতে রোগী আর তার স্বজনরা।
শনিবারও হাঁটু সমান পানিতে তলিয়ে যায় ক্যাশ, টিকিট কাউন্টাসহ হাসপাতালের বিভিন্ন অংশ। আর ওয়ার্ডে পানি ঢোকায় সরিয়ে নেয়া হয়েছে রোগীদেরও। সেফটি ট্যাংকের ময়লা পানিতেও মিশছে। সেই দূষিত পানিতে নানা রোগে আক্রান্ত হচ্ছে সবাই।
একই সময় পানিতে তলিয়ে থাকছে আগ্রাবাদ সিডিএ আবাসিকসহ বিভিন্ন স্থান। চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি নানা দুর্ভোগে বাসিন্দারা।
/এন এইচ