দেশজুড়ে
বৃষ্টিতেও শোলাকিয়ায় হাজারও মুসল্লির ঢল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বর্তমানে ভারী বৃষ্টি হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহসহ এর আশপাশ এলাকায়। এর মধ্যেও হাজার হাজার মুসল্লি নামাজের জন্য ঈদগাহে এসেছেন। বৃষ্টিতে ভিজেই তারা ঈদগাহে প্রবেশ করেন।
বুধবার (০৫ জুন) পবিত্র ঈদুল ফিতরের দিন সকাল ১০টায় ঈদ জামাত শুরু হয়। এরপর মোনাজাতের মাধ্যমে বেলা ১০টা ২৫ মিনিটে শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, প্রবল বৃষ্টি মাথায় নিয়েই মুসল্লিরা ঈদগাহে প্রবেশ করেছেন। সবমিলে বৃষ্টি ও বৈরী আবহাওয়া অপেক্ষা করেই মুসল্লিরা খোলা আকাশের নিচে নামাজ আদায় করেছেন।