দেশজুড়েপ্রধান শিরোনাম

বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বুড়িগঙ্গা নদীতে লঞ্চ ডুবিতে ঘটনায় ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস, কোষ্টগাড, নৌবাহিনীর সদস্যরা। তবে উদ্ধার অভিযানে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে রওয়ানা দেয়া বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ এখানো পৌঁছায়নি।

সোমবার (২৯ জুন) সকালে লঞ্চ ডুবির খবর পাওয়ার পরই জাহাজটি যাত্রা শুরু করে। তবে নিখোঁজদের উদ্ধারে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুড়িগঙ্গায় উদ্ধার অভিযান শুরু করেছে।

এর আগে, এদিন সকালে বুড়িগঙ্গা নদীতে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ঢাকা-মুন্সিগঞ্জ রুটের মর্নিং বার্ড লঞ্চটি ৫০/৬০ জন যাত্রী নিয়ে ডুবে যায়।

স্থানীয়রা জানান, সকাল নয়টার দিকে মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুই তলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close