প্রধান শিরোনামবিশ্বজুড়ে
বুর্জ খলিফার মাথায় বাজ পড়েছে!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ একটি ছবির জন্য ঘণ্টার পর ঘণ্টা ক্যামেরা ধরে বসে থাকেন আলোকচিত্রীরা। এ অপেক্ষা একটা ভালো মনের মতো শটের জন্য। আর পেলে কখনো কখনো সেই শট হয়ে যায় আলোকচিত্রীর ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। কখনো আবার ইতিহাসে জায়গা করে নেয় ওই একটি ক্লিক। এভাবে অনেক ছবিই জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায় সম্ভবত নাম লেখাতে যাচ্ছে আলোকচিত্রী জোহাইব আঞ্জুমের একটি ছবি। দুবাইয়ের বুর্জ খলিফায় বাজ পড়ার ছবি।
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের বুর্জ খলিফার উচ্চতা ২ হাজার ৭২০ ফুট। এ ভবনের টানে দুবাই যান অনেক পর্যটক। এ ভবনের ওপরে যদি বাজ পড়ে, তাহলে সেই দৃশ্য কেমন হবে, আলোকচিত্রী জোহাইব আঞ্জুমের ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। গত শুক্রবার ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আল্লাহ এ মুহূর্তটি তৈরি করেছেন।’
শুক্রবার থেকে বৃষ্টি হচ্ছে দুবাইয়ে। সঙ্গে পাল্লা দিয়ে ডাকছে মেঘ। ঘন কালো মেঘে ঢাকা আকাশ। এমন আবহাওয়া সচরাচর দুবাইয়ে দেখা যায় না। কিন্তু আলোকচিত্রীর জোহাইব আঞ্জুমের ভাগ্য ভালোই ছিল। তিনি দুবাইয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া পেয়েছেন। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনে বাজ পড়ার মুহূর্তেরও সাক্ষী হতে পেরেছেন। সেই দৃশ্য ক্যামেরাবন্দী করেন আঞ্জুম। ছবিটি সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। মুহূর্তে সেটি ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি।
বুর্জ খলিফায় বাজ পড়ার দৃশ্য ফ্রেমবন্দী করার স্বপ্ন আঞ্জুমের বহুদিনের। এর আগেও তিনি সেই চেষ্টা করেছিলেন। টানা সাত বছর ধরে সেই চেষ্টাই করে যাচ্ছেন। এত দিনে সাফল্য ধরা দিল এবার। ক্যামেরা তাক করে বসে ছিলেন আঞ্জুম। শুক্রবার বুর্জ খলিফার মাথায় বাজ পড়ে। দৃশ্যটি ফ্রেমবন্দী করেন তিনি। দুবাইয়ের প্রিন্স মেখ হামদানও দৃশ্যটি ফ্রেমবন্দী করেন। তিনিও তাঁর ছবি অনলাইনে শেয়ার করেছেন। তথ্যসূত্র: ইয়াহু নিউজ ও এনডিটিভি
#এমএস