দেশজুড়েপ্রধান শিরোনাম
বুড়িগঙ্গার তীরে আবারও উচ্ছেদ অভিযান
ঢাকা অর্থনীতি ডেস্ক: মাত্র কিছুদিন আগে বুড়িগঙ্গার তীরে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হলেও কিছু কিছু এলাকায় আবারো অবৈধ স্থাপনা তৈরি করেছিল একটি চক্র।
শনিবার (১৪ ডিসেম্বর) বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক আরিফ উদ্দিনের নেতৃত্বে কামরাঙ্গীরচর এলাকার দখলকৃত স্থানে আকস্মিক অভিযান চালানো হয়। এসময় উচ্ছেদ করা হয় বেশ কিছু স্থাপনা।
রবিবার (১৫ ডিসেম্বর) সদরঘাটের উল্টোদিকে তেলঘাট এলাকায় একইভাবে অভিযান পরিচালিত হবে। সেইসঙ্গে বুড়িগঙ্গার তলদেশের বর্জ্য অপসারণে চলবে অভিযান।
বিআইডব্লিউটিএ যুগ্ম পরিচালক আরিফ উদ্দিন বলেন, কোন অবস্থাতেই আর বুড়িগঙ্গার তীর দখলের সুযোগ দেয়া হবে না। একইসঙ্গে এখন থেকে নদীর বর্জ্য অপসারণ ধারাবাহিক অভিযান চলবে।
/এনএ