⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗সিরিজ বোমা হামলা: ১৬ বছরেও শেষ হয়নি বিচার | ঢাকা অর্থনীতি
দেশজুড়েপ্রধান শিরোনাম

সিরিজ বোমা হামলা: ১৬ বছরেও শেষ হয়নি বিচার

ঢাকা অর্থনীতি ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা চালায়। দেশব্যাপী সিরিজ বোমা হামলার ১৬ বছর আজ। এখনও শেষ হয়নি সবগুলো মামলার বিচারকাজ। তবে আইনশৃঙ্খলাবাহিনীর দাবি, টানা অভিযানে জঙ্গিদের সক্ষমতা আগের চেয়ে কমেছে। তালেবান উত্থানে দেশে নজরদারি বাড়ানোরও দাবি তাদের।

হলি আর্টিজানে জঙ্গিদের বিভৎসতাও আরেক কলঙ্কিত অধ্যায়। এই হামলার পরে জঙ্গিবিরোধী অভিযান জোরদার করে আইনশৃঙ্খলাবাহিনী। ভেস্তে যায় বেশ কিছু নাশকতার পরিকল্পনা।

সিরিয়ায় আইএসের ভাবধারায় জঙ্গিরা যেমন সক্রিয় হতে চেষ্টা করেছিল। তেমনি তালেবানদের উত্থানেও ফের মাথাচাড়া দিয়ে উঠবে কিনা, তা নজরে রাখছে জঙ্গিবিরোধী কার্যক্রমের সাথে জড়িতরা।

অনাকাঙ্খিত পরিস্থিতি আগে থেকেই নস্যাৎ করতে, গোয়েন্দা তৎপরতা জোরদারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলাবাহিনী।

/আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close