দেশজুড়েপ্রধান শিরোনাম

বিয়ের ৭ দিনের মাথায় স্ত্রীকে হত্যা, স্বামী আটক

ঢাকা অর্থনীতি ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের স্বামীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ জুন) রাতে জেসমিন আক্তার (২৩) নামের ওই গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে আজ বুধবার (৩০ জুন) ভোরে অভিযান চালিয়ে নিহতের স্বামী নূর ইসলামকে আটক করে পুলিশ।

নিহত জেসমিন শুল্যকিয়া গ্রামের মনোহর আলীর মেয়ে। আটককৃত নূর ইসলাম কাজীচর গ্রামের চৌধুরী মিয়ার ছেলে।

পুলিশ জানায়, গত ২৩ জুন (বুধবার) পারিবারিকভাবে জেসমিনকে বিয়ে করে নূর ইসলাম। এটা নূর ইসলামের দ্বিতীয় বিয়ে ছিলো। বিয়ের পরদিন থেকে বিভিন্ন অজুহাতে জেসমিনকে মারধর করতো সে। বুধবার রাত ২টার দিকে তাদের ঘর থেকে জেসমিনের চিৎকার শুনতে পেয়ে বাড়ির লোকজন এগিয়ে যায়। এসময় তারা দেখতে পায় নূর ইসলাম একটি কোদাল দিয়ে জেসমিনের মাথায় আঘাত করে। এতে মাথায় গভীর ক্ষত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যায় জেসমিন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহেদ উদ্দিন জানান, নিহতের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close