দেশজুড়েপ্রধান শিরোনাম
বিয়ের স্টেজ ভেঙ্গে আহত মির্জা ফখরুল
ঢাকা অর্থনীতি ডেস্ক: সাবেক সাংসদ আলী নেওয়াজ খৈয়ামের পুত্রের বিয়েতে বসুন্ধরা কনভেনশন সেন্টার-৩ এর স্টেজ ভেঙ্গে পড়ে আহত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশারফ হোসেন, মির্জা আব্বাসসহ আরো কয়েকজন নেতা।
শুক্রবার রাতে বিষয়টি জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
তারা জানান, মির্জা আব্বাস বসুন্ধরার এ্যাপোলো হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে শাহজাহানপুরের বাসায় ফিরেছেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন পায়ে ব্যথা পেয়েছেন।
এ বিষয়ে খৈয়াম বলেন, এতো টাকা নিলো কিন্তু কি স্টেজ করেছে বুঝতে পারলাম না। দুঃখজনক ঘটনা। তবে ভাগ্য ভালো কেউ গুরুতর আহত হননি।