বিনোদন
বিয়ের অনুষ্ঠানে বলিউড অভিনেত্রীদের নাচ ভাইরাল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ক্যাটরিনা, নোরা যদি একই ছাদের তলায় হাজির হন, তাহলে উত্তাপ তো কিছুটা হলেও বাড়বে। এবার একসঙ্গে দুই নায়িকার উপস্থিতি দেখা গেল বালির একটি বিয়ের অনুষ্ঠানে। যেখানে ক্যাটরিনা কাইফ, নোরা ফতেহি এবং নেহা কক্করকে একসঙ্গে দেখা যায়।
সম্প্রতি বালিতে একটি বিয়ে বাড়িতে হাজির হন বনি কাপুর, খুশি কাপুর, মাহিপ কাপুর, শানায়া কাপুররা। জানা যায়, শ্রীদেবীর প্রিয় বন্ধু রাখি পঞ্জাবির ছেলে অমৃত পঞ্জাবির বিয়ের অনুষ্ঠানেই হাজির হয়েছিলেন কাপুররা।
শ্রীদেবীর প্রিয় বন্ধুর ছেলের বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে নব দম্পতিকে শুভেচ্ছা জানান ক্যাটরিনা কাইফ।
তেমনি নোরা ফতেহিকেও জনপ্রিয় বলিউড নম্বরের সঙ্গে কোমর দোলাতে দেখা যায়।
নেহা কক্করকেও দেখা যায় অমৃত পঞ্জাবির বিয়ের অনুষ্ঠানে গান গাইতে। ক্যাটরিনা, নোরা এবং নেহাদের সেই ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই তা ভাইরাল হয়ে যায়।