খেলাধুলা

বিয়ারের দাম ৫৭ লাখ টাকা! বিপাকে ক্রীড়া সাংবাদিক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ব্রিটেনে অ্যাশেজ টেস্ট সিরিজের জন্য একজন অস্ট্রেলিয়ান ক্রীড়া সাংবাদিক। পিটার লালর নামের সেই সাংবাদিক সেখানের বারে বসেই বিয়ারের অর্ডার দেন। খাওয়া শেষ করে তিনি বিল দেখে আকাশ থেকে পড়েন। তার বিয়ারের বিল এসেছে প্রায় ৫৭ লাখ টাকার ওপরে। যাকে তিনি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিয়ার বলে দাবি করেছেন।

পিটার জানান, চোখে চশমা না পড়ায় বিয়ারের বোতলে দামটা দেখা হয়নি। তিনি তার ব্যাংক কার্ডটি বিলের জন্য কাউন্টারে দিলে সেখান থেকে তাকে জানানো হয়, যে তার কার্ডে টাকা কম পড়ায় তার স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট্রের কার্ড থেকে বাড়তি টাকা কেটে নেয়া হয়েছে। রোববার এ ঘটনার পর থেকে তিনি সে হোটেলে খাওয়া বন্ধ করে দেন। এছাড়া প্রতি গ্লাস বিয়ারের জন্য পিটারকে ৫৫ হাজার পাউণ্ড গুনতে হয়েছে।

এ বিষয়ে মালমাইসন নামের সেই হোটেলের বার অপারেটর প্রধান কিছু বলতে রাজি হননি। কিন্তু জানা গেছে, এ বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Close
Close