দেশজুড়ে

বিহঙ্গী জালে ৩ কেজি ওজনের কাঁকড়া!

ঢাকা অর্থনীতি ডেস্ক: কক্সবাজারে জেলের জালে বিশাল আকৃতির কাঁকড়া ধরা পড়েছে। বাঁকখালী নদী ও বঙ্গোপসাগরের মোহনায় এক জেলের বসানো বিহঙ্গী জালে আজ বুধবার ( ১৮ সেপ্টম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে কাঁকড়াটি ধরা পড়ে।

কাঁকড়াটি জালে আটকানোর পর কক্সবাজার শহরের নুনিয়াছটা মৎস্য অবতরণ কেন্দ্রে এনে কাঁকড়াটি মাপা হলে সেটির ওজন হয় ৩ কেজি ৫০ গ্রাম।

নুনিয়াছটা হাঙ্গর মৎস্য ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আবু জানান, সাধারণত এক কেজির উপরে কাঁকড়া দেখা যায়না। বিশাল আকৃতির এ কাঁকড়াটি জেলেদের দেখা এযাবৎ কালের সর্বোচ্চ সাইজের কাঁকড়া। তিনি আরও জানান, কাঁকড়াটি ইতিমধ্যে আড়াইহাজার টাকা পর্যন্ত দাম উঠেছে। কাঁকড়াটি ‘দাঁতি কাঁকড়া’ প্রজাতির কাঁকড়া বলে জানান স্থানীয় জেলেরা।

Related Articles

Leave a Reply

Close
Close