দেশজুড়ে
বিসিকের ১৩৫ কর্মকর্তাকে কম্পিউটার স্কিল প্রশিক্ষণ দিলো বিসিক ও প্রিজম প্রকল্প
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীতে শেষ হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের যৌথ আয়োজনে বিসিক কর্মকর্তাদের “কম্পিউটার
স্কিল এন্ড স্প্রেডশীট এনালাইসিস উইথ মাইক্রোসফট এক্সেল” শীর্ষক ৫ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা। বৃহস্পতিবার দুপুরে বিসিকের প্রধান কার্যালয়ের আইটি সেলে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ প্রশিক্ষণ কর্মশালার শেষ ব্যাচে বিসিকের ২০ জন কর্মকর্তা অংশ গ্রহণ করেন। এর আগে আরো চারটি ব্যাচে ১১৫ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
বিসিকের কর্মকর্তাদের ক্সদনন্দিন কাজের সাথে সংগতিপূর্ণ কম্পিউটার ও ইন্টারনেট সংশ্লিষ্ট কাজগুলো দক্ষতার সাথে সম্পন্ন করাসহ কম্পিউটার স্কিল, স্প্রেডশীট ও মাইক্রোসফট এক্সেলে দক্ষতা বৃদ্ধির জন্য এ বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন প্রিজম প্রকল্পের জুনিয়ার এ·পার্ট আনোয়ার হোসেন ফকির।
সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিকের প্রযুক্তি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ দেলোয়ার হোসেন ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।
/এন এইচ