বিশ্বজুড়ে
বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের পাঞ্জাবে গেল চারদিনে বিষাক্ত মদ পানে প্রাণ গেছে কমপক্ষে ৮৬ জনের। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২৫ জনকে। বরখাস্ত হয়েছেন ৭ আবগারি শুল্ক কর্মকর্তা এবং ৬ জন পুলিশ সদস্য।
মদপানে মৃত্যুর এ ঘটনা ঘটেছে তারান জেলা, অমৃতসর আর গুরদাসপুরে। শুধু তারানেই মারা গেছেন ৬৩ জন। প্রাণহানির প্রথম খবর মেলে বুধবার সন্ধ্যায় অমৃতসর থেকে। অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অজ্ঞাতসংখ্যক মানুষ। বিষাক্ত মদ বিক্রির সাথে জড়িতদের খোঁজে এ পর্যন্ত শতাধিক অভিযান চালিয়েছে পুলিশ। এসব অভিযানে জেলায় জেলায় অবৈধ মদ কারবারিদের বিশাল চক্র চিহ্নিত হয়েছে। জব্দ হয়েছে বিপুল পরিমাণ মদ।
সরকারি তথ্য অনুযায়ী, ভারতে বিষাক্ত মদ পানে প্রতি বছর গড়ে ১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।