দেশজুড়ে
বিশ্ব ইজতেমায় প্রথমদিনে অংশ নিয়ে মারা গেলেন ৫ জন

ঢাকা অর্থনীতি ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথমদিনে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে শুক্রবার (১০ জানুয়ারি) মৃত মুসল্লির সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫। বিকেল ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে এক মুসল্লি মারা যান। তিনি হলেন- আব্দুর রাজ্জাক (৭০)। তার বাড়ি রাজশাহী জেলার বনকিশোর গ্রামে।
এছাড়া, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছেন আরেক মুসল্লি। শুক্রবার (১০ জানুয়ারি) জুমা”র নামাজের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়।
এর আগে ইজতেমায় অংশ নেওয়া সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকা মিয়া (৬০), চট্টগ্রামের পটিয়া উপজেলার মোহাম্মদ আলী (৭০), নওগাঁর শহিদুল ইসলাম (৫৫) ও গোপালগঞ্জের কোটালিপাড়ার ইয়াকুব শিকদার (৮৫) মারা যান।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এদিকে, জুমার নামাজের পর ইজতেমার মাঠে রান্না করার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ব্যক্তির নাম শহীদ হোসেন (৭৫)। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা।
শুক্রবার (১০ জানুয়ারি) ভোরে ফজরের নামাযের পর পাকিস্তানের মাওলানা ওবায়দুল খোরশেদের বয়ানের মধ্য দিয়ে ৫৫তম ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
বিদেশি মেহমান ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লি এই পর্বে অংশ নিচ্ছেন।
/এএস