করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ছয় হাজার মানুষের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে আরও ছয় হাজার মানুষের। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজারের মতো। ফলে বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখ ৭ হাজারের বেশি; আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ২ কোটি ৮০ লাখ।

এদিকে, করোনা মহামারির আট মাসে প্রথমবার একদিনে সাড়ে ৯৭ হাজার নতুন সংক্রমণ এবং ১১শ’ ৬৮ জনের মৃত্যুর রেকর্ড করলো ভারত। একইসাথে গেলো ২৪ ঘণ্টায় বৈশ্বিক সংক্রমণ ও মৃত্যুতেও শীর্ষে ছিলো দেশটি।

এ পর্যন্ত ভারতে কোভিড-১৯ এ প্রাণ গেছে পৌনে এক লাখের বেশি মানুষের। মোট আক্রান্ত ৪৪ লাখ ৬৩ হাজার মানুষ। দিনের দ্বিতীয় সর্বোচ্চ, সাড়ে ১১শ’র বেশি মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি এক লাখ ৯৫ হাজারের বেশি; আক্রান্ত সাড়ে ৬৫ লাখ।

এছাড়া, ১১শ’ ৩৬ জন মারা গেছেন ব্রাজিলে, মোট মৃত্যু এক লাখ ৯৯ হাজারের কাছাকাছি। আক্রান্ত প্রায় ৪২ লাখ। আর প্রাণহানি ৬৯ হাজার ছাড়িয়েছে মেক্সিকোতে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close