করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
বিশ্বে গত একদিনে করোনায় মারা গেছে প্রায় ১৫ হাজার মানুষ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে গত একদিনে মারা গেছে প্রায় ১৫ হাজার মানুষ।
এই ওয়েবসাইট থেকে পাওয়া তথ্য মতে, শনিবার (৯ জানুয়ারি) সকাল পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় মৃত্যু ভয়াবহ আকারে বাড়ছে। একদিনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯১৪ জনের। নতুন শনাক্ত ৩ লাখ।
এদিকে ব্রাজিলে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৪ জনের।
২য় বারের মতো লকডাউনের আওতায় থাকলেও ২৪ ঘণ্টায় তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ইউরোপের দেশ জার্মানিতে। দেশটিতে মৃত্যু হয় ১ হাজার ১৩৪ জনের।
এছাড়া একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে। দেশটিতে ১ হাজার ৩২৫ জনের মৃত্যু হয়েছে। সাউথ আফ্রিকায় ৬১৬, মেক্সিকোতে ১হাজার ৪৪, রাশিয়াতে ৪৪৫, ফ্রান্সে ৩৮১, ইটালিতে ৬২০ জনের মৃত্যু হয়েছে।
/এন এইচ