করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ (কোভিড-১৯) প্রকোপ থামছে না। এরই মধ্যে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫ কোটি ৭ লাখ ২৮ হাজার ৮৯১ জনে। মৃত্যু হয়েছে ১২ লাখ ৬১ হাজার ৯৭১ জনের। সুস্থ হয়েছেন তিন কোটি ৫৭ লাখ ৯২ হাজার ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন পৌনে ৫ লাখ মানুষ। মারা গেছেন ৫ হাজার ৮৩৯ জন। সুস্থ হয়েছেন দুই লাখ ৪০ হাজারের বেশি মানুষ।
করোনা শনাক্তের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারে এ তথ্য জানানো হয়।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১ কোটি ২ লাখ ৮৮ হাজার ৪৮০ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৩ হাজার ৭৬৮ জনের। দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৫ লাখ ৫৩ হাজার ৮৬৪ জন এবং মারা গেছে ১ লাখ ২৬ হাজার ৬৫৩ জন।
/এন এইচ