করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার ২০৬ জনে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৬৮ লাখ ১০ হাজার ৩৭৫ জনে দাঁড়িয়েছে। এ ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ৫ হাজার ২০৬ জনে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৩৭ লাখ ৫৪ হাজার ২৩১ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় একদিনে ৪ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ হাজার ৩০০ জন। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত সর্বাধিক ৭১ হাজার। এরপরই রয়েছে ফ্রান্সের অবস্থান। ইউরোপে দ্বিতীয় ঢেউয়ে ফ্রান্সে ৪৬ হাজারের বেশি মানুষ একদিনে শনাক্ত হয়েছেন। ইতালিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার। যুক্তরাজ্যে শনাক্ত প্রায় ২৩ হাজার।

ইউরোপের অন্যান্য দেশেও বাড়ছে সংক্রমণ। এশিয়ার মধ্যে ভারতে করোনার ঊর্ধ্বগতি নামছে না। এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস অ্যাধনম জানিয়েছেন, তিনি করোনা পজেটিভ রোগীর সংস্পর্শে এসেছিলেন। এতে তিনি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকলেও আপাতত কোনো উপসর্গ দেখা যাচ্ছে না।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৫টি দেশে ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close