বিশ্বজুড়ে

বিশ্বের সবচেয়ে খাটো মানুষের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্ক: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম উঠানো বিশ্বের সবচেয়ে খাটো মানুষ খাগেন্দ্র থাপা মারা গেছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে খাগেন্দ্র থাপার মৃত্যু হয়।

খাদেন্দ্রর পরিবারের বরাতে হিন্দুস্তান টাইমস জানায়, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তিনি হাসপাতালে যাতায়াতের মধ্যে ছিলেন। কিন্তু এবার তার হার্ট আক্রান্ত হয়েছিল।

২০১০ সালে তার ১৮তম জন্মদিনে তাকে বিশ্বের সবচেয়ে খাটো মানুষ বলে ঘোষণা করা হয়েছিল। পরে নেপালের চন্দ্র বাহাদুর ডাঙ্গির কাছে নিজের রেকর্ড খোয়ান তিনি। কিন্তু ২০১৫ সালে ডাঙ্গির মৃত্যুর পর নিজের খেতাব ফিরে পান খাগেন্দ্র।

খাদেন্দ্রর বাবা রুপ বাহাদুর বলেন, জন্মের সময় তিনি এতটাই ছোট ছিলেন যে হাতের তালুর ওপর তাকে রাখা যেত। ছোট্ট হওয়ার কারণে তাকে গোসল করানো ছিল খুবই কঠিন কাজ। ২৭ বছর বয়সী খাগেন্দ্র ১২টির বেশি দেশ সফর করেছেন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close