দেশজুড়েপ্রধান শিরোনাম

বিশ্ববিদ্যালয় হচ্ছে চাঁদপুর ও হবিগঞ্জে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় নামে নতুন দুটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।

সোমবার সকালে (২৩ ডিসেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে, সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, নতুন এ দুটি বিশ্ববিদ্যালয় হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াবে ৪৮ এ।

এদিকে, যুক্তরাষ্ট্রে আরো একটি কনস্যুলেট স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এরফলে, কূটনৈতিক সম্পর্ক আরো বাড়বে বলে মনে করে মন্ত্রিপরিষদ। এরআগে যুক্তরাষ্ট্রে তিনটি কনস্যুলেট ছিলো। চতুর্থটি ফ্লোরিডাতে করা হবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close