করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ৯ লাখ ৯৩ হাজার
ঢাকা অর্থনীতি ডেস্কঃ গেলো ২৪ ঘণ্টায় বিশ্বে আরও সাড়ে ৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনাভাইরাসে। নতুন করে শনাক্ত হয়েছে ৩ লাখ ১২ হাজারের বেশি রোগী।
দিনে সর্বোচ্চ সংক্রমণ এবং মৃত্যু দেখেছে ভারত। শুক্রবার প্রাণ গেছে ১ হাজার ৯৩ জনের, সংক্রমণ শনাক্ত হয়েছে ৮৫ হাজারের বেশি মানুষের শরীরে। দেশটিতে মোট প্রাণহানি ৯৩ হাজার ছাড়িয়েছে।
এদিন দ্বিতীয় সর্বোচ্চ ৮২৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাষ্ট্রে একদিনে ৮ শতাধিক মানুষের মৃত্যুতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ২ লাখ ৮ হাজারের বেশি।
ফ্রান্সে ১৫ হাজারের বেশি নতুন রোগী শনাক্ত হয়েছে যা গেলো ৭ মাসের মধ্যে দেশটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ। ২৪ ঘণ্টায় মারা গেছে দেড়শো মানুষ।
এদিকে স্পেনেও দ্বিতীয় দফায় বাড়ছে সংক্রমণ এবং মৃত্যু। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে ১১০ জনের। এ নিয়ে বিশ্বে কোভিড নাইনটিতে মোট প্রাণহানি ছাড়িয়েছে ৯ লাখ ৯২ হাজারের বেশি। মোট রোগী শনাক্ত হয়েছে ৩ কোটি সাড়ে ২৭ লাখের কাছাকাছি।
/এন এইচ