খেলাধুলা

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ অবশেষে সেই সময়টা এসেই গেল। কাতার বিশ্বকাপের স্বপ্নকে সামনে রেখে বাছাইপর্বে শক্তিশালী কাতার, ওমান, ভারত ও আফগানিস্তানকে পেয়েছে বাংলাদেশ। রাশিয়া বিশ্বকাপ বাছাইয়ের তুলনায় এই গ্রুপ তুলনামূলক সহজই বলা যায়।

মোট ৪০টি এশিয়ার দেশকে পাঁচটি পটে রেখে ড্র করা হয়েছে। বাংলাদেশ ছিল পট নাম্বার পাঁচে। ড্রয়ে ‘ই’ গ্রুপে পড়েছে লাল-সবুজরা।

এবার বাছাইপর্বে ‘ই’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বকাপের স্বাগতিক দেশ কাতার। এছাড়াও এই গ্রুপে আছে ওমান, আফগানিস্তান এবং প্রতিবেশি দেশ ভারত।

এর আগে, ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার গ্রুপে ছিল বাংলাদেশ। অন্য দলগুলো ছিল জর্ডান, কিরগিজস্তান ও তাজিকিস্তান। এরও আগে জাপান, চীন, ইরান, উজবেকিস্তানের মতো প্রতিপক্ষের সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বে লড়তে হয়েছে বাংলাদেশ ফুটবল দলকে।

ফিক্সচার এখনও নির্ধারণ করা হয়নি। তবে সেপ্টেম্বরের ৫ তারিখ থেকে বাছাইপর্ব শুরু হবে। ড্রয়ের অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Close
Close