খেলাধুলা

বিশ্বকাপের আগে হঠাৎ পদত্যাগ করলেন মিসবাহ-ওয়াকার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সোমবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পরেই জানা গেল পাকিস্তানের হেড কোচ মিসবাহ উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস পদত্যাগ করেছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তানের গণমাধ্যম ডন’র এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য।

জানা গেছে, গত মাসে মিসবাহকে ক্যারিবিয়ান সফরের শেষ দিকে করোনায় আক্রান্ত হয়ে বাধ্য হয়েই জ্যামাইকায় কোয়ারেন্টিনে থাকতে হয়েছিল। যে কারণে তাকে শারীরিক সুরক্ষায় থাকতে হয়েছিল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, মিসবাহ জানিয়েছে তার দীর্ঘদিন শারীরিক সুরক্ষায় থাকায় সে পরিবারের সঙ্গে যথেষ্ট সময় ব্যয় করতে পারছেন না। এমন পরিস্থিতিতে পরিবার থেকে সময় ব্যয় করাও সম্ভব নয় তার। আর এই ভূমিকা থেকে নিজ পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মিসবাহ।

২০১৯ সালে একসঙ্গেই পাকিস্তান দলের দায়িত্ব গ্রহণ করেছিলেন মিসবাহ ও ওয়াকা। এখনো বোর্ডের সঙ্গে তাদের চুক্তির প্রায় এক বছর বাকি। আর এই সময়ের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন তারা।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close