দেশজুড়ে
বিরোধের জেরে যুবকের উপর এসিড নিক্ষেপ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক ভূমিহীনকে এসিডে ঝলসে দিয়েছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) ভোর রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কালিশ্বরপুর মাঠকাটি গ্রামে এ ঘটনা ঘটে।
এসিডে দগ্ধ ও ভূমিহীনের নাম রফিকুল ইসলাম (২৬)। তিনি কালিশ্বরপুর মাঠকাটি গ্রামের আব্দুল গফফার মোল্যার ছেলে।
রফিকুলের মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, রফিকুল ভোররাতে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাথরুমে যান। বের হওয়ার সময় প্রতিপক্ষরা তাকে এসিড ছুড়ে মারে। রফিকুলের চিৎকারে স্থানীয়রা বের হলে অভিযুক্ত বাবুগাজী, সিরাজ, টুটুল ও শাহীন এ সময় পালিয়ে যায়।
সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক হাফিজ উল্লাহ জানান, রফিকুলের মুখমণ্ডল থেকে পা পর্যন্ত এসিডে ঝলসে গেছে। শরীরের ৬০ ভাগই এসিডে আক্রান্ত। অবস্থা সংকটাপন্ন। রোগীকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তির পরামর্শ দেওয়া হয়েছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এসিডে দগ্ধ রফিকুল ইসলামের স্ত্রী আরিফা খাতুন বাদী হয়ে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। মামলার পর আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।