বিনোদন

বিরল প্রকৃতির, সেই আশ্চর্য সাপ!

রাকিবুল হাসান, নিজস্ব প্রতিবেদকঃ একটি আশ্চর্য প্রকৃতির সাপ। সাপটি প্রতি সেকেন্ডে .০৫ সেন্টি.
মিটার বেড়ে যায়। অর্থাৎ, প্রত্যেক ২০০ সেকেন্ডে
প্রায় ১ মিটার পর্যন্ত বেড়ে যায় ।

তবে, এভাবে বাড়তে বাড়তে, যখন সাপটির মুখ শরীরের যে কোনো স্থান স্পর্শ করে। তখন সাপটি মারা যায়।

একবার ভেবে দেখেছেন! যদি এই বিষাক্ত সাপটি এভাবে মারা না যেতো, তাহলে এক একটা সাপ কতো হাজার মিটার পর্যন্ত লম্বা হয়ে যেতো?

প্রকৃতির কি নিদারুন সৃষ্টি রহস্য। এটাই পৃথিবীর একমাত্র সাপ। যে নিজের বিষ দ্বারা নিজেই মৃত্যুবরণ করে। পৃথিবীতে এমন দ্বিতীয় নজির খুঁজে পাবেন না।

এই সাপটি কেবলমাত্র নোকিয়া মোবাইল কম্পানীর হ্যান্ডসেটের গেম অপশনেই উপলব্ধ।

/ঢাকা অর্থনীতি/আরএইচ

Related Articles

Leave a Reply

Close
Close