দেশজুড়ে
বিমানের ১০ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
ঢাকা অর্থনীতি ডেস্ক: ক্ষমতার অপব্যবহার ও অনিয়ম-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদের মালিক হওয়ার অভিযোগ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) আশরাফুল আলমসহ ১০ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২৪ জুন) দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য জানানো হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ এ আদেশ দেন।
দুদকের আবেদনে বিদেশ যেতে বাধা থাকা কর্মকর্তারা হলেন, বিমানের মহাব্যবস্থাপক (কার্গো) আরিফ উল্লাহ, একই শাখার সাবেক মহাব্যবস্থাপক আলী আহসান, বিক্রয় শাখার সাবেক মহাব্যবস্থাপক শামসুল করিম, নীলফামারী জেলা ব্যবস্থাপক মুহাম্মদ আসলাম পারভেজ, কমার্শিয়াল সুপারভাইজার প্রমিতোষ তালুকদার, কমার্শিয়াল অফিসার রিয়াদ সোলেমান, কমার্শিয়াল সুপারভাইজার (কপবাজার) জিয়া উদ্দীন খান ঠাকুর, যুক্তরাজ্যের সাবেক কান্ট্রি ম্যানেজার শফিকুল ইসলাম ও সিলেটের জেলা ব্যবস্থাপক এনায়েত হোসেন।
দুদক সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আগে থেকেই বলবৎ রয়েছে। আদালতের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতা থাকায় এখন তা সম্পন্ন করা হয়েছে।
ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-দুর্নীতির মাধ্যমে ওই ১০ জন অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এই সময়ে তারা দেশ থেকে পালানোর চেষ্টা করছেন বলেও দুদক জানতে পেরেছে। এ কারণে আদালতের মাধ্যমে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হলো