দেশজুড়েপ্রধান শিরোনাম

বিমানের ফ্লাইট থেকে ১০ কোটি টাকার সোনা জব্দ

ঢাকা অর্থনীতি ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে আসা রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে প্রায় ১০ কোটি টাকার সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা বিমানের ফ্লাইট থেকে ওই সোনা জব্দ করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে ওই অভিযান চালানো হয়। অভিযানে জব্দকৃত ১২০টি সোনার বারের ওজন প্রায় ১৩.৯২ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ১০ কোটি টাকা।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close