বিশ্বজুড়ে

বিমানের টয়লেটে প্রেমিক যুগল (ভিডিওসহ)

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দীর্ঘ ফ্লাইটে বিমান তখন মধ্য আকাশে। যাত্রীদের কয়েকজনের প্রয়োজন হলো টয়লেট ব্যবহারের। তারা একে একে গিয়ে দাঁড়ালেন টয়লেটের সামনে। ছোটোখাটো একটা লাইন হয়ে গেল। বেশ অনেক্ষণ ধরে কেউ বের হচ্ছে না।

এদিকে অপেক্ষমানদের কেউ অধৈর্য্য হয়ে উঠেছেন। এরইমধ্যে হঠাৎ খুলে গেল টয়লেটের দরজা। বের হয়ে এলেন এক দীর্ঘকায় যুবক। মাথায় লাল হুডি। তার পেছন পেছন বের হলেন আরেকজন! তিনি তরুণী। অর্থাৎ, তারা দুইজন একসাথে টয়লেটে ছিলেন।

বের হয়ে দুজন চুপচাপ চলে গেলেন নিজেদের সিটের দিকে। এদিকে ততক্ষণে অপেক্ষমাণ একজনের মুখে ফুটে উঠলো বাঁকা মুচকি হাসি। বাকিদের মধ্যেও তা ছড়ালো। তবে কেউ এ নিয়ে আর উচ্চবাচ্য করলেন না।

মার্কিন বিচবল খেলোয়াড় স্ট্যাফোর্ড স্লিক ঘটনার একটি ভিডিও ক্লিক পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে। এরপরই এটি ভাইরাল হয়ে যায়।

অনেকে এ নিয়ে হাস্যরসে মেতেছেন। একজন বলেছেন, বিমানের ওই ছোট্ট টয়লেট কক্ষে দুইজন মানুষ কিভাবে জায়গা হলো। নিশ্চয়ই তাদের খুব কষ্ট হয়েছে!

Related Articles

Leave a Reply

Close
Close