দেশজুড়ে
বিমানবন্দরে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট ও মোবাইলফোন জব্দ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যৌথভাবে অভিযান চালিয়ে ৬৫ লাখ টাকা মূল্যের ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩টি মোবাইলফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে কুয়েত এয়ারওয়েজের পাঁচ যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।
ঢাকা কাস্টম হাউসের সহকারি কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউসের কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা এবং শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা যৌথভাবে বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন।
নজরদারি ও তল্লাশীর এক পর্যায়ে আজ (সোমবার) কুয়েত থেকে আগত কেইউ২৮৫ ফ্লাইটের ৫ যাত্রীকে চ্যালেঞ্জ ও তল্লাশী করে তাদের কাছে ১৫৮১ কার্টন বিদেশি সিগারেট ও ৩৩ পিস মোবাইল পাওয়া য়ায়। পরে যাত্রীদের ছেড়ে দেওয়া হয়েছে।
আটককৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬৫ লাখ টাকা। আটককৃত পণ্যের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।