দেশজুড়ে

বিমানবন্দরে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ জসিম উদ্দিন (৩৬) নামে একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ।

রোববার (১৮ আগস্ট) দুপুর ১টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

আটক জসিম উদ্দিন কক্সবাজারেরর উখিয়ার গৌজ ঘোনা পালংখালী গ্রামের নুর আহমদের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন জসিম উদ্দিন। পরে তাকে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন তার কাছে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে দেহ তল্লাশি করে তার কোমরে বিশেষ কায়দায় বানানো মোটা বেল্ট থেকে ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন সংবাদমাধ্যমে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close