দেশজুড়ে

বিবিএস জরিপঃ করোনাকালে প্রতি পরিবারের আয় কমেছে ৪ হাজার টাকা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনার প্রভাবে গত ৫ মাসে দেশে প্রতিটি পরিবারের আয় কমেছে ৩ হাজার ৯৩৩ টাকা। মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) একটি জরিপে এই তথ্য তুলে ধরা হয়েছে।

গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর বিবিএস দেশের ৯৮৯টি পরিবারের ওপর টেলিফোনে জরিপ চালিয়ে এই তথ্য পায়।

জরিপের ফল বলছে,করোনার আগে গত মার্চ মাসে প্রতি পরিবারে মাসিক গড় আয় ছিল ১৯ হাজার ৪২৫ টাকা। আগস্ট মাসে তা কমে দাঁড়ায় ১৫ হাজার ৪৯২ টাকা। সেই হিসাবে পাঁচ মাসের ব্যবধানে পরিবারের গড় আয় কমেছে ৩ হাজার ৯৩৩ টাকা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের সামনে জরিপের এই চিত্র তুলে ধরেন।

জরিপের ফল অনুযায়ী, আয়ের পাশাপাশি ব্যয়ও কমেছে। গত মার্চ মাসে পরিবার প্রতি মাসিক খরচ ছিল ১৫ হাজার ৪০৩ টাকা। গত আগস্ট মাসে তা কমে দাঁড়ায় ১৪ হাজার ১১৯ টাকা। দেখা যাচ্ছে, পাঁচ মাসের ব্যবধানে পরিবার প্রতি খরচ কমেছে ১ হাজার ২৮৪ টাকা। অর্থাৎ আয় কমে যাওয়ায় ভোগের চাহিদাও কমেছে।

এ ছাড়া জরিপে অংশ নেওয়া পরিবারগুলোর প্রায় ৬৮ শতাংশ পরিবার করোনার কারণে কোনও না কোনোভাবে আর্থিক সমস্যায় পড়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close