বিশ্বজুড়ে
বিবাদ মিটিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ইরান-পাকিস্তানের
ঢাকা অর্থনীতি ডেস্ক: পাল্টাপাল্টি হামলায় সৃষ্ট সামরিক উত্তেজনার পর সব বিবাদ ভুলে আবারও একসঙ্গে কাজ করতে রাজি হয়েছে ইরান ও পাকিস্তান। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) এ বিষয়ে বিবৃতি দেয় পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে গত, বুধবার পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে সুন্নি উগ্রবাদি গ্রুপ জইশ আল আদলের দু’টি ঘাঁটিতে হামলা চালায় ইরান। এর জবাবে পরদিন ইরানি ভূখণ্ডে পাল্টা হামলা করে পাকিস্তান। এ নিয়ে দেখা দিয়েছিল চরম সামরিক উত্তেজনা।
বিবৃতিতে জানানো হয়, পাকিস্তান-ইরান একে অপরের নিরাপত্তা ইস্যুতে পারস্পারিক বিশ্বাস ও সহযোগিতার ভিত্তিতে কাজ করতে প্রস্তুত আছে।
এ সময় ইরানের সঙ্গে যে কোন ইস্যুতে কাজ করতে রাজি থাকার কথা জানায় ইসলামাবাদ। পাশাপাশি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের বিষয়েও সমঝোতা হয়েছে তেহরান-ইসলামাবাদের মধ্যে।
/এএস