দেশজুড়ে
বিপুল পরিমাণ গরু মোটা-তাজাকরণ ভারতীয় ট্যাবলেট ও শাড়ী জব্দ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ হিলি সীমান্তের ঘাসুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গরু মোটা-তাজাকরণ ভারতীয় ট্যাবলেট ও শাড়ী জব্দ করেছে বিজিবি।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সীমান্তের ঘাসুড়িয়া এলাকার মাঠ থেকে আমদানি নিষিদ্ধ এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি মংলা ক্যাম্প কমান্ডার সুবেদার, শাহজাহান আলি জানান, কিছু চোরাকারবারী ভারত থেকে অবৈধ পণ্য নিয়ে দেশে প্রবেশ করবে, এমন সংবাদের ভিত্তিতে দুপুরে সীমান্তে মেইন পিলার ২৮৮/২ এস-এর কাছে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। পরে চোরাকারবারীরা দেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় তারা তিনটি পোটলা ফেলে ভারতে পালিয়ে যায়।
উদ্ধারকৃত পোটলা থেকে ১ লক্ষ পিস গরু মোটা-তাজাকরণের আমদানি নিষিদ্ধ ভারতীয় ট্যাবলেট ও ১৮ টি শাড়ি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ট্যাবলেট ও শাড়ী হিলি শুল্ক কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য ১৮ লক্ষ টাকা।
/আরএম