খেলাধুলাপ্রধান শিরোনাম
বিপিএল দিয়েই বছর শুরু করতে চায় বিসিবি
ঢাকা অর্থনীতি ডেস্ক: করোনার কারনে স্তব্ধ হয়ে গিয়েছিল বিশ্বের ক্রীড়াঙ্গন। শূন্য গ্যালারি থেকে ইউরোপের ফুটবলে দর্শক ফিরেছে। দর্শক ফিরেছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে। কোয়ারেন্টিনের সময় ১৪ থেকে তিনদিনে নেমে এসেছে।
ইউরো, কোপা আমেরিকার পর অলিম্পিক মাঠে গড়িয়েছে। অক্টোবরে মাঠে গড়াতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপও। পিএসএল, দি হ্যানড্রেড, আইপিএলের পথ ধরে এবার বিপিএল আয়োজন করতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন সংবাদ মাধ্যমকে এমনই জানিয়েছেন।
করোনাকালে বাংলাদেশ নিয়মিত দ্বিপাক্ষিক সিরিজ খেলছে। শ্রীলংকা, নিউজিল্যান্ড সফর করে এসেছে। ঘরের মাঠে আয়োজন করেছে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলংকা ও অস্ট্রেলিয়া’র বিপক্ষে সিরিজ। এছাড়া টি-২০ ফরম্যাটে দুটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজন করেছে। দর্শকহীন ক্রিকেটের সংগে মানিয়ে নিয়েছে বিসিবি।
এবার বিপিএল আয়োজনের পথে পা বাড়ানোর কথা জানিয়ে সুজন বলেন, ‘জানুয়ারিতে আমাদের বিপিএলের উইন্ডো আছে। ওটা আমরা আয়োজনের চেষ্টা করবো। অক্টোবরে প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্রিকেট শুরু হয়ে যাবে। তবে ঢাকা লিগ ফেরাতে একটু সময় লাগতে পারে।’
এই পর্যন্ত বিপিএলের ছয়টি আসর মাঠে গড়িয়েছে। ২০১২ সালে শুরু হওয়া আসর নানান কারণে বন্ধ থেকেছে। ২০১২, ২০১৩ আসরের পর ২০১৪ সালে আসর মাঠে গড়ায়নি। পরের তিন আসর হলেও ২০১৮ সালে বিপিএল স্থগিত ছিলো। এরপর ২০১৯ সালে আসর হলেও পরের দুই আসর চলে গেছে করোনার পেটে।
/ আর এইচ এস