খেলাধুলা
বিপিএলে না থাকায় কাঁদলেন অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামাল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবারের বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হচ্ছে না। টুর্নামেন্টটা হবে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তাকে উৎসর্গ করে বিপিএল আয়োজন করা হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক না হলেও ঠিক থাকবে সব দল। শুধু ম্যানেজমেন্টের অংশ বিসিবি দেখবে। খেলোয়াড়দের পারিশ্রমিক, থাকা-খাওয়া সবই বিসিবি তত্ত্বাবধান করবে।
এ বিষয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘আমরা নতুন চুক্তি করতে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বসেছিলাম। কয়েকটা ফ্র্যাঞ্চাইজির বেশকিছু দাবি আছে। ওই দাবিগুলো আমাদের মূল কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। সবকিছু চিন্তা করে ঠিক করেছি এবারের বিপিএল আমরাই (বিসিবি) চালাব। টুর্নামেন্টটা আমরা ফ্র্যাঞ্চাইজিভিত্তিক করছি না।’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের অফিসিয়াল ফেসবুক পেজে অর্থমন্ত্রী মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের একটি ভিডিও আপলোড করা হয়। সেই ভিডিওতে দেখা যায়, তিনি তার দল নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন। কথার মাঝে তাকে বেশ কয়েকবার চোখে হাত দিয়ে জল মুছতে দেখা যায়।
কান্না জড়িত কণ্ঠে কুমিল্লা ভিক্টোরিয়ানসের স্বত্বাধিকারী বলেন, ‘বিপিএলের অন্য সব মালিকদের মধ্যে আমিই সবচেয়ে পুরনো। অনেক বাধা পেরিয়ে ছয় বছর ধরে বিপিএলে আছি। আজ বিপিএল যে পর্যায়ে এসেছে, তাতে আমার ফ্র্যাঞ্চাইজির অবদান আছে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিরই অবদান আছে। পুরো বিশ্ব থেকে যে ভালোবাসা পেয়েছি, এটা অনেক বড় ব্যাপার। এবার কুমিল্লা খেলবে, অথচ আমরা এটার সঙ্গে জড়িয়ে থাকতে পারব না, এটা অনেক কষ্টকর।’
বিপিএলে থাকতে আগ্রহ প্রকাশ করে নাফিসা কামাল বলেন, ‘আমি চাই না যে আমার দল এতো বড় সম্মান থেকে বঞ্চিত হোক। আশা করি, বিসিবি যেনো আমাদেরকে সঙ্গে নিয়ে আরো সার্থকভাবে এ টুর্নামেন্টটা আয়োজন করে।’
/আরএম