খেলাধুলা
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই এর নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নতুন মোড় নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচন। নাটকীয়ভাবে বোর্ডের নতুন সভাপতি হতে যাচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। সভাপতি পদে আর কোনো আবেদন না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে যাচ্ছেন তিনি। আর তা হলে আগামী ১০ মাসের জন্য ভারতের ক্রিকেটের দায়িত্ব দেয়া হবে তাকে।
সোমবার (১৪ অক্টোবর) বিসিসিআইয়ের নির্বাচনের প্রধান পাঁচ পদে (সভাপতি, সহ-সভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি এবং অর্থ সম্পাদক) মনোনয়ন জমা দেয়ার শেষ দিন। কিন্তু এখনও পর্যন্ত সভাপতির পদে জমা পড়েনি কারও নাম। ভারতীয় সংবাদ মাধ্যমের শেষ দিন অর্থাৎ আজই সকল নিয়মকানুন মেনে বোর্ডের মনোনয়ন জমা দেবেন গাঙ্গুলি।
শোনা যাচ্ছিলো ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হবেন ভারতের সাবেক ব্যাটসম্যান, অভিজ্ঞ সংগঠক এবং কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ও বিসিসিআইয়ের হয়ে দীর্ঘদিন বিভিন্ন পদে দায়িত্ব পালন করা ব্রিজেশ প্যাটেল। তবে সমঝোতার ভিত্তিতে তাকে আইপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হবে এবার।
ফলে গাঙ্গুলি ব্যতীত আর কারও মনোনয়নই জমা পড়ার সম্ভাবনা নেই বোর্ডের সভাপতি পদে। যেহেতু একের অধিক প্রার্থী না থাকলে কোনো নির্বাচন সম্ভব নয়, তাই আগামী ২৩ অক্টোবর হতে যাওয়া নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ডের নতুন সভাপতি হবেন গাঙ্গুলি।