দেশজুড়েপ্রধান শিরোনাম
বিধিনিষেধ চলাকালেও দোকানপাট-শপিংমল খোলা থাকবে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। আগামী ২৩ মে পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে। বিধিনিষেধ চলাকালেও দোকানপাট-শপিংমল খোলা থাকবে বলে জানিয়েছে দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতি।
সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান টিপু বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু সরকার শপিংমল ও দোকানপাট খোলা রাখার অনুমতি দিয়েছে তাই আমরা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিসহ সব নির্দেশনা মেনে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখব।
সোমবার (১৭ মে) গণমাধ্যমে পাঠানো দোকান ব্যবসায়ী কল্যাণ সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৭ মে থেকে ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখতে পারবেন। তবে কেউ যদি তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে চান তাহলে সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। স্বাস্থ্যবিধি মেনে শপিংমল ও দোকানপাট খোলা রাখার অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘নো মাস্ক নো সার্ভিস’সহ সরকারি সব নিষেধাজ্ঞা ও স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে দেশের সব বাণিজ্য বিতান, শপিংমল খোলা থাকবে।
/এন এইচ