গার্মেন্টসশিল্প-বানিজ্য

বিধিনিষেধ অমান্য করে শিল্প-কারখানা খুললে আইনি ব্যবস্থা

ঢাকা অর্থনীতি ডেস্ক: মহামারি করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারঘোষিত ১৪ দিনের কঠোর বিধিনিষেধের মধ্যে কোনো শিল্প কারখানা খুললে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

সোমবার (২৬ জুলাই) চলমান লকডাউনের চতুর্থ দিনে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি এ হুঁশিয়ারি দেন।

বিধিনিষেধের মধ্যেও অনেকে শিল্পকারখানা চালু রেখেছেন এমন কথা জানালে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ খুলে থাকলে তা পর্যবেক্ষণ করছি, কারা খুলছে? যদি খুলে থাকে, প্রমাণ পাওয়া যায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি বলেন, ‘বর্তমানে কঠোর বিধিনিষেধের কোনো বিকল্প নেই। করোনা যেভাবে ছড়িয়ে গেছে, সে বিষয় নিয়ে আজ সোমবার (২৬ জুলাই) ক্যাবিনেটে আলোচনা হয়েছে। রাস্তায় যখন মানুষ নামছে, তখন বলছে আমার চাকরিতে যেতে হচ্ছে। আসলে এটার সত্যতা যাচাই করার চেষ্টা করছি। তারা যে সব নাম বলছে, সেগুলো চেক করার চেষ্টা করছি।’

প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে বিশেষ কোনো নির্দেশনা দিয়েছেন কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন বলেন, ‘করোনা পরিস্থিতি যেভাবে ছড়িয়ে পড়েছে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আমরা করোনা সংক্রমণ কমানোর জন্য কঠিনভাবেই তো প্রজ্ঞাপন জারি করেছি। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, আমাদের সংক্রমণ কমানোর জন্য ব্রেক প্রয়োজন। ব্রেকটার জন্য এটাই উপযুক্ত কৌশল, সেটি হচ্ছে বিধিনিষেধ।’

বৈঠকের কার্যসূচিতে বলা হয়েছে, বিধিনিষেধ কার্যক্রম পরিচালনা ও টিকাদান জোরদার বিষয়ে আলোচনা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close