বিশ্বজুড়ে
বিধবা নারীকে বিয়ে করলেই ২ লাখ টাকা পুরস্কার!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১৮৫৬ সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে আইন পাস করে সনাতন ধর্মাবলম্বীদের বিধবা বিবাহ বৈধ হয়। তবে আইন হলেও সামাজিক হীনমন্যতার কারণে সমাজের সব স্তরে বিধবা বিয়ের প্রচলন এখনো স্বাভাবিক হয়নি।
বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গে দেখছে ভারতের মধ্যপ্রদেশের বর্তমান সরকার। এজন্য বিধবা নারীকে বিয়ে করলে নগদ ২ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।
১৮ থেকে ৪৫ বছরের নিচে কোনও বিধবা নারীকে বিয়ে করলে স্থানীয় সমাজ কল্যাণ দফতর থেকে এ অর্থ দেয়া হবে। সমাজ কল্যাণ দফতর থেকে এ বিষয়ে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
জানা গেছে, মধ্যপ্রদেশে এ নিয়ম চালু করার পর বছরে এক হাজার বিধবা নারীর পুনরায় বিয়ে করা সম্ভব হবে। বিজ্ঞপ্তি জারি করতেই বিধবা বিবাহের ধুম পড়েছে ওই রাজ্যে।
/এএস