দেশজুড়ে
বিদ্যুৎ সরবরাহে ব্যালেন্স করতে সুবিধা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ডেসকো ও ডিপিডিসির পিক আওয়ার দুপুর থেকে শুরু হতো। এটি এগিয়ে আনতে পারলে ব্যালেন্স করতে সুবিধা হবে।
বুধবার (২৪ আগস্ট) সচিবালয়ে সময় কমিয়ে নতুন অফিসের প্রথমদিন সচিবালয়ে সাংবাদিকদের প্রতিমন্ত্রী এ কথা জানান।
নসরুল হামিদ বলেন, আজ সকাল থেকে বিদ্যুতের পরিস্থিতি লক্ষ্য করছিলাম। ডেসকো ও ডিপিডিসির তথ্যানুযায়ী, আগে সকাল ১০টায় বিদ্যুৎ ব্যবহার বাড়ত, অফিস সূচি পরিবর্তনের ফলে সকাল ৯ টায় ব্যবহার বাড়তে শুরু করেছে।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী আরো বলেন, আজ থেকে অন্তত ১৫ দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সেচ পাম্পে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। আশা করি, এটা করা সম্ভব হবে। আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকলে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে ব্যালেন্স করতে সুবিধা হবে।
এদিকে গত কয়েকদিনের লোডশেডিংয়ে বিদ্যুৎ সাশ্রয় হয়েছে বলেও এ সময় সাংবাদিকদের জানান নসরুল হামিদ।
ঢাকা অর্থনীতি/এন এইচ