দেশজুড়ে

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গতকাল (২১ মে) মঙ্গলবার সারাদেশে ১২ হাজার ৫৩৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে। রাত ৯টায় এই বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড হয়।

পিডিবির জনসংযোগ বিভাগের পরিচালক সাইফুল হাসান চৌধুরী সংবাদমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জন্য সর্বোচ্চ পরিমাণ গ্যাস সরবরাহ করতে হয়েছে এবং একই সঙ্গে তেলচালিত সব কেন্দ্র চালু রাখতে হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবি।

পিডিবি জানায়, চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদিত হওয়ায় দেশের তেমন কোথাও লোডশেডিং হয়নি। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় বিদ্যুতের যাওয়া-আসার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় গত ৭ মে। ওইদিন ১২ হাজার ২১৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।

Related Articles

Leave a Reply

Close
Close