আশুলিয়াস্থানীয় সংবাদ
বিদ্যুতের প্রি-পেইড মিটার বন্ধের দাবীতে আশুলিয়ায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের প্রি-পেইড মিটার সংযোগের বন্ধের দাবীতে আশুলিয়ায় বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা।
শুক্রবার দুপুরে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার জামগড়ার ফ্যান্টাসী কিংডমের সামনে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এসময় মানববন্ধন শেষে মহাসড়কে বিক্ষোভও করেন তারা।
অংশগ্রহণকারীরা বলেন, প্রি-পেইড মিটারে বিদ্যুৎ বিল বেশি ওঠে। আমরা বিষয়টি পল্লীদ্যুৎ কর্তৃপক্ষকে সমাধানের জন্য জানানো হলেও তারা তা সমাধান না করে তারা আরো এই মিটার বসাচ্ছে। এতে পূর্বের বিলের চেয়ে চারগুণ ওঠে। তাই আমরা এই মিটার বসানো বন্ধ ও সমস্যার দ্রুত সমাধান চেয়ে আমরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছি।
এ সমস্যা দ্রুত সমাধানের দাবিও জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
ইয়ারপুর ইউনিয়ন সাবেক যুবলীগ নেতা মোঃ হালিম মৃধা, মোঃ মঞ্জুরুল আলম ভূঁইয়া, মোঃ আলম মৃধা এবং মোঃ জয়নাল আবেদিন মিঞাসহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ এই কর্মসুচী অংশ নেন।