দেশজুড়েপ্রধান শিরোনাম

বিদেশে পালিয়ে যাওয়া সিকদার গ্রুপের এমডি রন গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ বিদেশে পালিয়ে যাওয়া সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদারকে ঢাকায় গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবির অতিরিক্ত উপ-কমিশনার গোলাম সাকলায়েন সাংবাদিকদের জানান, এক্সিম ব্যাংকের একটি মামলায় রন হক সিকদার গ্রেফতার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হক সিকদারের ভাই দিপু হক সিকদার দেশে আসেননি। এ কারণে দিপুকে গ্রেফতার করা হয়নি।

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তাকে নির্যাতন ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগ উঠে সিকদার গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তার ভাই দিপু হক সিকদারের বিরুদ্ধে। রাজধানীর গুলশান থানায় দুই ভাইয়ের বিরুদ্ধে মামলাও করে এক্সিম ব্যাংক।

মামলার উল্লেখ করা হয়, গত ৭ মে সিকদার গ্রুপ ব্যাংকটির কাছে ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব দিলে এর বিপরীতে গ্রুপের বন্ধকি সম্পত্তি পরিদর্শনে যান এক্সিম ব্যাংকের এমডি মুহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মুহাম্মদ ফিরোজ হোসন। ওই সময় রন ও দিপু তাদের একটি ফ্ল্যাটে আটকে রাখেন। ওই সময় তাদের গুলি করে হত্যার চেষ্টা করা হয়। একই সময় নির্যাতিত দুই ব্যাংক কর্মকর্তার কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষরও নেন দুই ভাই।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close